আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ছাত্র/ছাত্রীদের ক্লাসের সময়সূচী - রুমডো ইন্সটিটিউট অব মডার্ন টেকনোলজি
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ছাত্র/ছাত্রীদের ক্লাসের সময়সূচী

সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজির সকল পর্বের সকল ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সকল ক্লাস সকাল ৯ঘটিকা হতে আরম্ভ হবে। সকল ছাত্র/ছাত্রীকে নতুন ক্লাস রুটিন সংগ্রহপূর্বক নিয়মিত ক্লাস করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

বিঃদ্রঃ 

১। সকল ছাত্র/ছাত্রীদের রমজান মাসের ক্লাসের সময়সূচী গাইড টিচার থেকে জানা যাবে।

২। কলেজের ফেসবুক পেজ থেকে জানা যাবে।

৩। কলেজের নোটিশ বোর্ড থেকে জানা যাবে।

নিম্নে রমজান মাসের ক্লাসের সময়সূচী উল্লেখ করা হলো।

DAY/TIME I II III IV V VI VII VIII IX
PERIOD 9.00-9.40 9.40-10.20 10.20-11.00 11.00-11.40 11.40-12.20 12.20-1.00 1.00-1.40 1.40-2.20 2.20-3.00

Posted in: নোটিশ, স্ক্রলিং