পর্বমধ্য পরীক্ষা-২০১৯ এ অংশগ্রহণে ছাত্র/ছাত্রীদের নিয়মাবলী প্রসঙ্গে নোটিশ - রুমডো ইন্সটিটিউট অব মডার্ন টেকনোলজি
পর্বমধ্য পরীক্ষা-২০১৯ এ অংশগ্রহণে ছাত্র/ছাত্রীদের নিয়মাবলী প্রসঙ্গে নোটিশ

(ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল ছাত্র/ছাত্রীদের জন্য)

সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজির ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের সকল ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৯/০৪/২০১৯ তারিখ রোজ মঙ্গলবার থেকে পর্বমধ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। বোর্ডের নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের সময় আপত্তিকর/ অননুমোদিত কাগজপত্র, মোবাইল ফোন, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, ব্যাগ ও প্রোগ্রামাবল ক্যালকুলেটর ও ডিজিটাল ঘড়ি পরীক্ষার রুমে সঙ্গে আনা যাবে না। পর্বমধ্য পরীক্ষা-২০১৯ সুষ্ঠভাবে পরিচালনা করার লক্ষ্যে উপরোক্ত যন্ত্রপাতি/কাগজপত্র সঙ্গে আনা বিরত থেকে পর্বমধ্য পরীক্ষায় অংশগ্রহণে সকল ছাত্র/ছাত্রীকে নির্দেশ প্রদান করা হলো।

Posted in: নোটিশ, স্ক্রলিং