টেক্সটাইল ও গামেন্টস বিভাগের ১ম, ৩য়, ৫ম, ৭ম ও ৮ম পর্বের ছাত্র/ছাত্রীদের ফরমফিলাপ সংক্রান্ত নোটিশ - রুমডো ইন্সটিটিউট অব মডার্ন টেকনোলজি
টেক্সটাইল ও গামেন্টস বিভাগের ১ম, ৩য়, ৫ম, ৭ম ও ৮ম পর্বের ছাত্র/ছাত্রীদের ফরমফিলাপ সংক্রান্ত নোটিশ

জরুরী ফরম ফিলাপ নোটিশ
পর্ব সমাপনী পরীক্ষা-২০১৯
(টেক্সটাইল ও গার্মেন্টস)

সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এ্যান্ড টেকনোলোজির ১ম, ৩য়, ৫ম, ৭ম ও ৮ম নিয়মিত/অনিয়মিত(প্রবিধান-২০১০) ৪র্থ , ৬ষ্ঠ ও৭ম পর্বের অনিয়মিত (প্রবিধানের ২০০৫ রেজিঃ মেয়াদ থাকা সাপেক্ষে) টেক্সটাইল ও গামেন্টস বিভাগের সকল ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কারিগরি বোর্ডের নির্দেশ অনুযায়ী আগামী ১৭/১২/২০১৯ইং তারিখে বোর্ড ফাইনাল (পর্ব সমাপনী) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পর্ব সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করার জন্য আগামী ২৩/১০/২০১৯ইং তারিখ থেকে ৩১/১০/২০১৯ইং তারিখের মধ্যে সেমিষ্টার ফি+চলতি মাসের বেতন +ফরমফিলাপ ফিস পরিশোধ করে হিসাব বিভাগ থেকে ক্লিয়ারেন্স নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক কক্ষে ফরম ফিলাপ করার নির্দেশ দেয়া হচ্ছে।

বিঃদ্রঃ-
১। ০৩/১১/২০১৯ইং তারিখ ২টা পর্যন্ত ৩০০/- টাকা বিলম্ব ফি প্রদান করে ফরম ফিলাপ করা যাবে।
উক্ত সময়ের পর কোনভাবেই ফরমফিলাপ করা যাবে না।

ফরমফিলাপ সংক্রান্ত নোটিশ

 

Posted in: নোটিশ