বাণী
জীবন ও জীবিকার জন্য অত্যাবশ্যকীয় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মধ্যে নিহিত আছে জনগণের কল্যাণ, উন্নয়ন ও অগ্রগতির চাবিকাঠি। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও আর্থ সামাজিক উন্নয়নে এ শিক্ষার গুরুত্ব অপরিসীম। এই বাস্তবতার নিরীখে বর্তমানে সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রসার ও মানোন্নয়নের বেশ কিছু সময়পোযোগী পদক্ষেপ গ্রহণ করেছে।
দেশে নতুন নতুন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সাথে জড়িত ব্যক্তিদের প্রশিক্ষণের মাধ্যমে মান উন্নয়ন, উল্লেখযোগ্য সংখ্যক বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভূক্তকরণ ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে এ শিক্ষাকে সরকার জ্ঞানভিত্তিক ডিজিটাল সমাজ নির্মাণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
আমি কারিগরি শিক্ষাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি’র (Best Polytechnic Institute in Bangladesh) সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই এবং প্রতিষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করছি।