বাংলাদেশে ১৯৭৭ সালে সর্বপ্রথম বস্ত্রখাতের সূচনা হয়। জন্মইলেও বস্ত্র, মরিলেও বস্ত্র, হাটি হাটি পা করে ১৯৭৭ থেকে ২০১১ সালের মধ্যে বস্ত্রখাতের সর্বোচ্চ সমপ্রসারণ হয়। বর্তমানে মূলত আমাদের দেশে রপ্তানী আয়ের ৭৬% আসে বস্ত্র খাত থেকে। তথাপি এই শিল্পকে মানসম্মত করার জন্য যে পরিমান দক্ষ প্রকৌশলী দরকার আমরা তা তৈরি করতে পারছিনা। এখন পর্যন্ত অন্যান্য কোর্সের তুলনায় এই কোর্সটি এগিয়ে আছে। আমরা আশা করি ডিপ্লোমা টেক্সটাইল প্রকৌশলী হিসেবে কোর্স সম্পন্ন করলে বেকার থাকার কোন আশংকা নেই। তাছাড়া এই ইনস্টিটিউটের কর্তৃপক্ষ ও শিক্ষক মন্ডলী যে ভাবে প্র্যাক্টিক্যাল ল্যাব ও ক্লাসের সুবিধা দিয়ে থাকনে তাতে করে আমরা আশা করি আমাদের প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করলে অবশ্যই আপনি একজন দক্ষ ও মানসম্পন্ন ডিপ্লোমা টেক্সটাইল প্রকৌশলী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।