অনলাইন ক্লাশ সংক্রান্ত জরুরি নোটিশ - রুমডো ইন্সটিটিউট অব মডার্ন টেকনোলজি
Virtual Class Routine-notice
অনলাইন ক্লাশ সংক্রান্ত জরুরি নোটিশ

এতদ্বারা সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি’র ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, খুব শীঘ্রই কারিগরি শিক্ষা বোর্ড পর্ব সমাপনী পরীক্ষা গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন। করোনা মহামারীর কারণে সরকারি নির্দেশনা, এবং একাডেমিক পড়াশোনায় এগিয়ে থাকার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ক্লাসসমুহ অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সকল ছাত্র/ ছাত্রীর ক্লাস করা বাধ্যতামূলক। কারণ এই ক্লাসের উপস্থিতি, ক্লাস পারফরমেন্স, তাত্ত্বিক ধারাবাহিক মূল্যায়ন করে মার্কস প্রদান করা হবে।

সকল ছাত্র/ছাত্রীদের টেকনোলজি ও সেমিস্টার অনুযায়ী অনলাইন ক্লাস রুটিন অনুসারে Zoom App এর মাধ্যমে ক্লাস কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তাই সকলকে মোবাইল, ল্যাপটপ অথবা ট্যাবে ইন্টারনেট সংযোগসহ Zoom App ডাউনলোড করে প্রস্তুত থাকা এবং ক্লাশের সিডিউল ও ক্লাশ সংক্রান্ত নিয়মিত তথ্য প্রাপ্তির জন্য সকলকে এসআইএমটি ফেসবুক পেজে  এবং স্ব-স্ব বিভাগের গ্রুপ পেজে সংযোজন থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

তোমাদের স্ব-স্ব ইমেইলে/স্ব-স্ব বিভাগের গ্রুপ পেজে ইনভাইটেশন লিংক পাঠানো হবে। জরুরি প্রয়োজনে বিভাগীয় প্রধানদের সাথে যোগাযোগ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

Virtual Class Routine-notice

 

অনলাইন ক্লাশ এর রুটিন

Posted in: নোটিশ