আজ শহীদ বুদ্ধিজীবী দিবস, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
১৪ই ডিসেম্বর ১৯৭১ সাল । ৯ মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে জাতি যখন উদয়ের পথে দাঁড়িয়ে দেখছে, পূর্বদিগন্তে বিজয়ের লাল সূর্য উদিত হচ্ছে, দেশ যখন স্বাধীনতার দ্বারপ্রান্তে- ঠিক তখনই স্বাধীনতার নেতৃত্বের আসনে থাকা, আগামীর স্বাধীন বাংলাদেশের সেরা মেধাবী ও বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের নৃশংসভাবে হত্যা করে পাকহানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামস ও শান্তি কমিটির সদস্যরা।
পাক হানাদার বাহিনী প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা হত্যা করে জাতির অনেক কৃতী সন্তানকে। এ হত্যাযজ্ঞের একটি বড় উদ্দেশ্য ছিল স্বাধীনতা লাভ করতে যাওয়া বাঙালি জাতিকে মেধাশূন্য করে ফেলা।
তাই একাত্তরের এই দিনে বাংলাদেশের ইতিহাসে সংযোজিত হয়েছিল এক কলঙ্কজনক অধ্যায়। বাঙ্গালি জাতি কখন এই দিনের কথা ভুলবে না।