মহান বিজয় দিবস; Victory day; Bangladesh; ১৬ ডিসেম্বর;বাংলাদেশ
মহান বিজয় দিবসের শুভেচ্ছা

মহান বিজয় দিবসের শুভেচ্ছা, ১৬ ডিসেম্বর ২০২০।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকহানাদার বাহিনীকে পরাজিত করে বিজয় অর্জন করে বাংলাদেশ। যেসব কীর্তিমান মানুষের আত্মত্যাগে এই বিজয় সম্ভব হয়েছিল, বিজয়ের দিনে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যে সকল বীর মুক্তিযোদ্ধা নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে এ বিজয়কে অনিবার্য করে তুলেছিলেন, তাঁদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

পৃথিবীর সব স্বাধীন দেশের স্বাধীনতা দিবস থাকলেও বিজয় দিবস থাকে না। বাংলাদেশ সেই বিরল সৌভাগ্যের অধিকারী দেশ, যেটি ২৪ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের পর রণাঙ্গনে শত্রুকে পরাজিত করে বিজয় অর্জন করেছে।

Victory day of Bangladesh

আজকের মহান বিজয় দিবসের শপথ হোক, সব ধরনের হানাহানি ও বৈরিতা-বিদ্বেষকে পেছনে ফেলে, দেশের ও জনগণের কল্যাণে সবাই এক হয়ে কাজ করব।
আর বিজয়ী জাতি কখনোই পরাজয় মানে না। বাংলাদেশ তার লক্ষ্যে অবিচল থাকবে।

Posted in: দিবস, নোটিশ