বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত সাইক গ্রুপ পরিচালিত রুমডো ইন্সটিটিউট অফ মডার্ন টেকনোলজি ওয়ার্ল্ড ব্যাংকের অনুদানপ্রাপ্ত সর্ববৃহৎ প্রাইভেট পলিটেকনিক। প্রযুক্তির দ্রুত বিস্তারের সাথে মানসম্মত শিক্ষার সমন্বয় না ঘটলে দক্ষ মানবসম্পদ গড়ে উঠে না। আর দক্ষ ও অভিজ্ঞ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষার গুরুত্ব অনেক। সময়ের বিবর্তন আর প্রযুক্তির উন্নয়নে বিশ্বব্যাপী কারিগরি শিক্ষার চাহিদা বাড়ছে। সাইক গ্রুপ সেই চাহিদা পূরণে সচেষ্ট। আন্তরিক চেষ্টা ও দৃঢ় মনোবল নিয়ে ২০০২ সালের জুন মাসে মাত্র টেকনোলজি নিয়ে যাত্রা শুরু করে রুমডো ইন্সটিটিউট অফ মডার্ন টেকনোলজি। প্রতিষ্ঠার প্রথম বছরেই অনুমোদিত আসন সংখ্যার সবকটি আসনেই শিক্ষার্থী ভর্তি করতে সক্ষম হয়। শুরুর চ্যালেঞ্জ মোকাবেলা করে ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষে থেকে আরও নতুন নতুন টেকনোলজি চালু করার মাধ্যমে অনেক বেশি আসনে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পায় প্রাইভেট এই পলিটেকনিক। বর্তমানে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এসে ৮ টি টেকনোলজিতে ৭০০টি আসনে শিক্ষার্থী ভর্তির কার্য্ক্রম পরিচালিত হচ্ছে।
পৃথিবীতে উন্নত রাষ্ট্রগুলো ক্রমেই উন্নত হচ্ছে এবং উন্নয়নশীর রাষ্ট্রগুলো উন্নতির দিকে ধাবিত হচ্ছে। রাষ্ট্র উন্নয়ন বলতে বুঝায় সে দেশের অর্থনৈতিক অবকাঠামো, যাতায়াত ব্যবস্থা উন্নয়ন এব ইমারতগুলোর উন্নয়ন।
তথ্য প্রযুক্তি বর্তমান বিশ্বকে গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আপনাকে সামিল করবে এই কম্পিউটার প্রযুক্তিবিদদের প্রথম সারিতে। এই কম্পিউটার ডিপ্লোমা ডিগ্রী হবে অবারিত কম্পিউটার সম্পর্কীত কর্ম ক্ষেত্রে প্রবেশের আপনার প্রথম চাবিকাঠি।
বিজ্ঞানী ভোল্টা কর্তৃক Electricity আবিস্কারের পর থেকেই মূলতঃ আধুনিক সভ্যতার যাত্রা শুরু। Electricity ছাড়া আমাদের জীবন যেমন অচল, Electrical Technology ছাড়াও পৃথিবী তেমনি অচল। ফলে Electrical Technology এর চাহিদা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।
আধুনিক সভ্যসমাজে বিজ্ঞানের প্রত্যেকটি আবিস্কারের পেছনে রয়েছে ইলেকট্রনিক্সের অবদান। এছাড়া স্বাস্থ্য সংক্রান- বিষয়ে সকল প্রকার রোগ নির্ণয়ের ক্ষেত্রে ইলেকট্রনিক্সের বিকল্প কিছু হতে পারে না। কাজেই এই দ্রুত উন্নয়শীল সমাজে Electronics Engineering একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে অবস্থান করছে।
বর্তমান বিশ্বে মেকানিক্যাল টেকনোলজিকে Mother টেকনোলজি নামে আখ্যায়িত করা হচেছ। পৃথিবীতে উন্নত রাষ্ট্রগুলো উন্নত হচ্ছে এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলো উন্নতির দিকে ধাবিত হচেছ। তাই মেকানিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা ধারীর জন্য অপেক্ষা করছে নিশ্চিত ভবিষ্যত।
বাংলাদেশে ১৯৭৭ সালে সর্বপ্রথম বস্ত্রখাতের সূচনা হয়। জন্মইলেও বস্ত্র, মরিলেও বস্ত্র, হাটি হাটি পা করে ১৯৭৭ থেকে ২০১১ সালের মধ্যে বস্ত্রখাতের সর্বোচ্চ সমপ্রসারণ হয়।
বাংলাদেশে ১৯৭৭ সালে সর্বপ্রথম বস্ত্রখাতের সূচনা হয়। জন্মইলেও বস্ত্র, মরিলেও বস্ত্র, হাটি হাটি পা করে ১৯৭৭ থেকে ২০১১ সালের মধ্যে বস্ত্রখাতের সর্বোচ্চ সমপ্রসারণ হয়।
বাংলাদেশে ১৯৭৭ সালে সর্বপ্রথম বস্ত্রখাতের সূচনা হয়। জন্মইলেও বস্ত্র, মরিলেও বস্ত্র, হাটি হাটি পা করে ১৯৭৭ থেকে ২০১১ সালের মধ্যে বস্ত্রখাতের সর্বোচ্চ সমপ্রসারণ হয়।
বাংলাদেশে ১৯৭৭ সালে সর্বপ্রথম বস্ত্রখাতের সূচনা হয়। জন্মইলেও বস্ত্র, মরিলেও বস্ত্র, হাটি হাটি পা করে ১৯৭৭ থেকে ২০১১ সালের মধ্যে বস্ত্রখাতের সর্বোচ্চ সমপ্রসারণ হয়।